সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও ইউনিয়নের সুন্দ্রাগাও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল সাড়ে টার দিকে গোয়াইনঘাট উপজেলায় সিলেট–ভোলাগঞ্জ সড়কে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জন নিহত হন। এ ছাড়া আরও তিনজন আহত হন। অহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। খোঁজখবর নিয়ে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
নিহতরা হলেন, সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ইসলামপুরের শাহজাহানের ছেলে সিএনজিচালক কালন (৩৫), একই উপজেলার মৃত মছদ্দর আলীর ছেলে কাজী আমির উদ্দিন (৫০) ও মাইক্রবাসচালক ঢাকার হেমায়েতপুরের আবু তাহের (৫০)। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।
নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। মাইক্রোবাসটির চাকা বিস্ফোরণের কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আফ/দীপ্ত নিউজ