সিলেটে বিএনপির অবস্থান কর্মসূচিতে বাধা প্রদানের অভিযোগ ওঠেছে পুলিশের বিরুদ্ধে। বিএনপি নেতাদের অভিযোগ, পুলিশের বাধার কারণে নগরের পাঠানটুলা এলাকায় অবস্থান কর্মসূচি পালন করতে পারেননি তারা।
শনিবার ( ৮ এপ্রিল) বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং পূর্বঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে সারা দেশের মতো সিলেটের তিনটি পয়েন্টে অবস্থান কর্মসূচির আয়োজন করে সিলেট মহানগর বিএনপি।
তবে পাঠানটুলা এলাকায় কর্মসূচি শুরুর আগেই বাধা দেয় পুলিশ। পুলিশের দাবি, পাঠানটুলা এলাকার রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপি কর্মসূচির আয়োজন করেছিলো। এসময় একদল পুলিশ সেখানে গিয়ে অভিযান চালিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
এ ব্যাপারে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, পুলিশ আমাদের অবস্থান করতে দেয়নি। আমরা রাস্তার পাশে অবস্থান করতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদের বাধা প্রদান করে।
বাধার অভিযোগ প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ–কমিশনার সুদীপ দাস বলেন, বিএনপিকে ইনডোরে তাদের কর্মসূচি পালন করতে বলা হয়েছে। নগরের একাধিক স্থানে ইনডোরের মধ্যে তারা কর্মসূচি পালন করেছেন। এসব কর্মসূচিতে কোন বাধা দেওয়া হয়নি। তবে পাঠানটুলা এলাকায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় তাদের সেখানে অবস্থান না নিতে বলা হয়েছে।
আফ/দীপ্ত সংবাদ