শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

সিলেটে বন্যা: নগরে বাড়ছে পানি, ইতোমধ্যে আক্রান্ত ৪০০০ পরিবার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

সিলেটের সীমান্তবর্তী কয়েকটি উপজেলায় পানি কমলেও শুক্রবার সুরমা নদীর পানি নগরীতে প্রবেশ করেছে। ইতোমধ্যে বন্যা আক্রান্ত হয়েছে নগরীর ৪ হাজার পরিবার।

শুক্রবার (৩১ মে) বিকাল সাড়ে ৪ টায় নগরীর ১৫, ২২ ও ২৪নং ওয়ার্ডের, সুবহানীঘাট, তালতলা, উপশহর, তেররতন এলাকা পরিদর্শন করেন ভারপ্রাপ্ত মেয়র মো. মখলিছুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বিহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ, স্থানীয় কাউন্সিলর শাহানা বেগম, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে রাব্বি চৌধুরী, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির, জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর।

সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন, বিভিন্ন কাউন্সিলরদের দেওয়া তথ্যমতেনগরীতে বন্যায় আক্রান্ত হয়েছেন ইতোমধ্যে ৪ হাজার পরিবার। তাদের পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার পাঠানোর ব্যবস্থা নিচ্ছে সিসিক।

ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান বলেন, উজান থেকে নেমে আসা ঢল আর টানা বৃষ্টির কারণে সিলেটের নদনদীর পানির বেড়ে ইতোমধ্যে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানি শহরের দিকে ধেয়ে আসছে। সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী তত্ত্বাবধানে সংকট মোকাবিলায় পূর্বপ্রস্তুতি হিসেবে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, সিসিক মেয়র আনোয়ারুজ্জান চৌধুরীর নির্দেশে বৃহস্পতিবার (৩০ মে) জরুরি সভা করে সিসিক কতৃপক্ষ। সভায় কর্মকর্তাকর্মচারিদের ছুটি বাতিল করে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। তারই অংশ হিসেবে শুক্রবার দিনভর কর্মতৎপরতা চালায় সিসিক কর্তৃপক্ষ।

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More