সিলেটে বিএনপির তিনটি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশে‘র প্রধান অতিথি হিসাবে মঞ্চে উপস্তিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (৯ জুলাই) পৌনে তিনটায় নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে কোরআন তেলাওয়াতের ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে এ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমগ্র জাতি আজ সংকটের মধ্যে আছে, তাই এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করতে হবে।
তিনি আরও বলেন, আগামী ১২ তারিখে ঢাকার মহা সমাবেশ একদফা এক দাবির নতুন ঘোষণা আসবে। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ বক্তা ছিলেন ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত সমাবেশে বিভাগের চার জেলার নেতা–কর্মীরা যোগ দিয়েছিলেন।
এসএ/দীপ্ত নিউজ