সিলেটে জমে উঠেছে ইফতারির বাজার। সব দোকানে শোভা পায় বাহারি সব পদ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ইফতার সামগ্রীর দাম বাড়লেও, ক্রেতা সমাগমে ঘাটতি নেই। সময় যত গড়ায়, ততই বাড়ে ক্রেতার ভিড়।
সিলেট মহানগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, শিবগঞ্জ, চৌহাট্টা, রিকাবীবাজারসহ বিভিন্ন এলাকায় দুপুরের পরই ইফতারির পসরা সাজিয়ে রাখেন দোকানিরা।
এদিকে ঐতিহ্যবাহী আখনী নজর কাড়ছে সবার। এ ছাড়া রয়েছে চিনিতে ভেজা বাখরখানি। আর জিলাপি, বুন্দিয়া, বেগুনি, পিঁয়াজু ও হালিম তো আছেই।
ক্রেতাদের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বেচাবিক্রিতে সন্তুষ্ট দোকানিরা।
তবে, সারা দিন সিয়াম সাধনার পর একটু মুখোরোচক খাবার খেতে দামের বিষয়টি খুব একটা গুরুত্ব দিচ্ছেন না সিলেটের রোজাদাররা।
আফ/দীপ্ত সংবাদ