সিলেট সদর উপজেলার শাহপরাণ থানার বটেশ্বর এলাকায় অটোরিকশাচালকের লাথিতে মারা গেছেন জালাল উদ্দিন (৪৮) নামে এক যাত্রী। ভাড়া নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে লাথি মারলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বটেশ্বর বাজারে এ ঘটনা ঘটে। পরে অটোরিকশাচালককে আটক করে পুলিশ।
মৃত জালাল উদ্দীন শাহপরাণ থানার বটেশ্বর এলাকার কানুগুল গ্রামের মৃত কটন মিয়ার ছেলে।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন জালাল উদ্দিন ক্যান্সারের রোগী ছিলেন। তাকে কেমো থেরাপি দেওয়া হচ্ছিল। বুধবার সন্ধ্যায় বটেশ্বর বাজারে ভাড়া নিয়ে অটোরিকশা চালক আব্দুল্লাহ আল মামুনের (৩০) সাথে তর্কের এক পর্যায়ে তাঁকে পেটের নিচে লাথি মারেন। ওই সময় জালাল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, অটোরিকশা চালক আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়েছে। জালালের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর গ্রেপ্তার দেখিয়ে বৃহ্স্পতিবার মামুনকে আদালতে পাঠানো হবে।
এ প্রসঙ্গে ওসি আরও বলেন, লাশ বর্তমানে ওসমানী হাসপাতালে রয়েছে। বৃহস্পতিবার ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অনু/দীপ্ত সংবাদ