শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

মাশরুম তোলায় ৩১ জনকে নির্মমভাবে হত্যা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ইসলামিক স্টেট গোষ্ঠী (আইএস) অন্তত ৩১ জন ট্রাফল (ভূগর্ভস্থ ভোজ্য ছত্রাক) সংগ্রহকারীকে হত্যা করেছে। রবিবার (১৬ এপ্রিল) মধ্য সিরিয়ার হামা অঞ্চলে এই ঘটনা ঘটে।

ব্রিটিশ ভিত্তিক সিরিয়া অবজারভেটরি ফর হিউম্যান রাইটস পৃথক একটি ঘটনায় আইএস গোষ্ঠী চারজন মেষপালককে হত্যা এবং অন্য দুইজনকে অপহরণের কথা জানিয়েছে। সংস্থাটি বলছে, হামা প্রদেশের পূর্ব মরুভূমিতে ট্রাফল সংগ্রহ করার সময় ১২ জন সরকারপন্থি যোদ্ধাসহ মোট ৩১ জনকে হত্যা করা হয়।

সিরিয়ার মরুভূমি সবচেয়ে উৎকৃষ্ট মানের ট্রাফল উৎপাদনের জন্য বিখ্যাত। প্রতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে, শত শত দরিদ্র নাগরিক সিরিয়ার বিস্তীর্ণ মরুভূমিতে ট্রাফলের সন্ধান করে। বাদিয়া নামে এলাকাটিতেই এই ছত্রাক পাওয়া যায়। ওই এলাকাটি আইএস জিহাদিদের একটি পরিচিত আস্তানা যেখানে ল্যান্ডমাইন ছড়ানো ছিটানো রয়েছে।

ল্যান্ডমাইন ও আইএস গোষ্ঠী সম্পর্কে বারবার সতর্ক করা সত্ত্বেও ট্রাফল সংগ্রহকারীরা জীবনের ঝুঁকি নিয়ে এ সময় ট্রাফল সংগ্রহে যায়। অর্থনৈতিকভাবে বিধ্বস্ত দেশটির নাগরিকের জন্য এ ট্রাফল সংগ্রহ বেশ লাভজনক বলে বিবেচিত হয় বলেই তারা এ ঝুঁকি নেন।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক বিবৃতিতে বলেছে, ‘সবমিলিয়ে ৩১ জন লোককে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন সরকারপন্থী সশস্ত্র গোষ্ঠীর সদস্য। নিহতরা সবাই হামা শহরের পূর্ব দিকে অবস্থিত মরুভূমিতে ট্রাফল কুড়াতে গিয়েছিল।’

এর আগে, সংস্থাটি এই ঘটনায় ২৬ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল।

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More