মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কাল মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর দ্বিতীয় টেস্টে নিজেদের সেরাটা দিতে চায় স্বাগতিকরা। অন্যদিকে ওয়ানডে সিরিজ হারার পর, এই সিরিজ নিজেদের করে নিতে চায় সফরকারিরা।
চট্টগ্রাম টেস্টের পর মিরপুরেও তিন স্পিনার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। ভারতের বিশাল ব্যাটিং লাইনআপকে নিয়ন্ত্রণ করতে, স্পিনারদের পাশাপাশি থাকছেন দুই পেসার। এবাদতের ইনজুরিতে দলে ফিরেছেন তাসকিন আহমেদ। তাসকিনের ফেরায় আশার আলো দেখছেন পেস বোলিং কোচ।
বাংলাদেশ পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বলেন “পেসারদের কাছ থেকে আমি আক্রমণাত্মক মানসিকতা চাই। মিরপুরের পিচে গতি থাকলে বেশ আগ্রাসী হয়ে উঠতে পারবো আমরা।”
সংশয় ছিলো সাকিব আল হাসানের দ্বিতীয় টেস্টে বোলিং করা নিয়ে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের বোলিং কোচ জানালেন পুরোপুরি সুস্থ আছেন অধিনায়ক।
সফরে প্রতিদিনই নির্ধারিত সময়ের বেশ খানিকক্ষন পরে সংবাদ সম্মেলনে এসেছে ভারত। বুধবারও এর ব্যতিক্রম হয়নি। দলের ব্যাটিং কোচ জানান, দারুণ ফর্মে থাকায় জয় নিয়েই টুর্নামেন্ট শেষ করতে চায় তারা।
ভারতীয় ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেন “বাংলাদেশ প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অনেক ভালো খেলেছে। এ ম্যাচেও তারা ভয়ংকর হয়ে উঠতে পারে। কিন্তু আমাদের দল ব্যাটিং ও বোলিংয়ে দারুণ ছন্দে আছে। আশা করছি ভালো একটি ম্যাচ হবে।”
এর আগে মাঠে অনুশীলন করেন বিরাট কোহলিরা। কেএল রাহুল এসময় হাতে কিছুটা চোট পেলেও সেটা গুরুতর নয় বলে জানান বিক্রম রাঠোর।