আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরু থেকে নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানিস্তানকে বেশি দূর যেতে দিল না বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রানে থামে আফগানদের ইনিংস।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। ৪ ওভারে মাত্র ২৫ রান দেন নাসুম। খরুচে বোলিংয়ে রিশাদ দিয়ে ফেলেন ৪৫ রান।
একাদশে ফেরার ম্যাচে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। আরেক বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ৪ ওভারে দিয়েছেন ৪০ রান।
আফগানিস্তানের পক্ষে ৩৭ বলে ৩৮ রান করেন ইব্রাহিম জাদরান। রহমানউল্লাহ গুরবাজের ব্যাট থেকে আসে ২২ বলে ৩০ রান।
শেষ দিকে মোহাম্মদ নবী ১২ বলে ২০ ও আজমতউল্লাহ ওমরজাই ১৭ বলে ১৯ রানের অপরাজিত ইনিংসে দলকে দেড়শর কাছে নিয়ে যান।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১৪৭/৫ (অতল ২৩, ইব্রাহিম ৩৮, গুরবাজ ৩০, তারাখিল ১, রসুলি ১৪, ওমরজাই ১৯*, নবী ২০*; শরিফুল ৪–০–১৩–১, নাসুম ৪–০–২৫–২, সাইফ উদ্দিন ৪–০–২২–০, মোস্তাফিজ ৪–০–৪০–০, রিশাদ ৪–০–৪৫–২)