রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

সিরিজ খোয়াল বাংলাদেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

ঘরের মাটিতে বাংলাদেশকে লড়াই করার কোনো সুযোগই দেয়নি ব্ল্যাক ক্যাপসরা। এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল নিউজিল্যান্ড।

বুধবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টায় দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে টাইগাররা। ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

৪৯.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে টাইগার বাহিনী করে ২৯১ রান। জবাবে ৪৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

ব্যাট হাতে গল্পটা কেবল সৌম্যকে নিয়ে। বাকি গল্প হতাশার। ১ বল বাকি থাকতে দল গুটিয়ে যায় ২৯১ রানে। সৌম্য একাই করেন ১৫১ বলে ১৬৯ রান। যাতে ছিল ২২টি চার ও ২টি ছক্কা। দেশের বাইরে কোনো বাংলাদেশির এটিই সর্বোচ্চ রানের ইনিংস।

তবে নিউজিল্যান্ডের মাটিতে কোনো বাংলাদেশির সর্বোচ্চ ইনিংস এটিই। ২০১৫ বিশ্বকাপে হ‍্যামিল্টনে নিউজিল‍্যান্ডের বিপক্ষে অপরাজিত ১২৮ রানের দারুণ ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ।

এশিয়ান ব্যাটসম্যান হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে এখন সর্বোচ্চ ইনিংসও সৌম্যর। এই হিসাবে তিনি ছাড়িয়ে গেছেন শচীন টেন্ডুলকারকে। ২০০৯ সালে কিউইদের বিপক্ষে অপরাজিত ১৬৩ রানের ইনিংস খেলেছিলেন ভারতীয় ব্যাটিং গ্রেট।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৪৯.১ ওভারে ২৯১/১০ (সৌম্য ১৬৯, বিজয় ২, শান্ত ৬, লিটন ৬, হৃদয় ১২, মুশফিক ৪৫, মিরাজ ১৯, তানজিম সাকিব ১৩, রিশাদ ৬, শরিফুল ১* ও হাসান ০ ; অ্যাডাম ১০৭৪, জ্যাকব ১০৫১, উইলিয়াম ৯.৪৭, ক্লার্কসন ৬৩০, আদিথ্য ১০৬৩১ ও রাচিন ৪১৯)

নিউজিল্যান্ড: ৪৬.২ ওভারে ২৯৬/(ইয়াং ৮৯, রাচিন ৪৫, নিকোলস ৯৫, লাথাম ৩৪*, ব্লান্ডেল ২৪* ; শরিফুল ৯৪৯, হাসান ৭৫৭, তানজিম সাকিব ৬৫১, মিরাজ ১০৪৫, রিশাদ ৯.৬২০ ও শান্ত ৫৩০)

ফল: ৭ উইকেটে নিউজিল্যান্ড জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: সৌম্য সরকার।

 

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More