সিরাজগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতের কারণে গত কয়েকদিন যাবত যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
পানি বৃদ্ধির কারণে প্রতিদিনই নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানি বাড়তে থাকায় যমুনার চরাঞ্চলে বন্যা আতঙ্ক বিরাজ করছে। এসব এলাকায় পাট, তিল, কাউন, ধান, শাক–সবজি বাগান প্লাবিত হচ্ছে।
শনিবার (২৭ আগস্ট) সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে ১৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ দিকে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার বেলকুচি, চৌহালী, কাজীপুর ও শাহজাদপুর উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলের নতুন এলাকা প্লাবিত হতে শুরু করেছে। একই সঙ্গে জেলার অভ্যন্তরীণ ফুলজোড়, ইছামতি, করতোয়া, বড়ালসহ অন্যান্য নদীর পানি বাড়ছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, উজানের ঢলের কারণে আগামী আরও কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। তবে এবার ভারী কোন বন্যার আশংকা নেই।
শায়লা/দীপ্ত নিউজ