ভারত নিয়ন্ত্রিত জম্মু–কাশ্মিরে ভয়াবহ হামলায় পর্যটক নিহতের ঘটনার জেরে ভারত–পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছে।
তারই জের ধরে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি এবং পাকিস্তানে এক ফোঁটা পানিও তারা প্রবাহিত হতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ভারত জলশক্তিমন্ত্রী সিআর পাতিল।
অপরদিকে, এ প্রেক্ষাপটে পাল্টা কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেন, ‘সিন্ধু নদে হয় পানি বইবে, নাহয় ভারতীয়দের রক্ত।’
শুক্রবার (২৫ এপ্রিল) সিন্ধু প্রদেশের সুক্কুর জেলায় পিপিপি‘র এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। পাকিস্তান শীর্ষ দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে।
বক্তব্যে বিলাওয়াল ভুট্টো বলেন, ‘ভারত সিন্ধু নদ ডাকাতি করার চেষ্টা করছে। তারা যেন ভুলে না যায়—সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরসূরিরা পাকিস্তানে বসবাস করে। আমরা কখনোই এই নদের ওপর আমাদের দাবি ছেড়ে দেব না।’
তিনি আরও বলেন, ‘পেহেলগাম হামলার পর ভারত এক তরফাভাবে সিন্ধু পানি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। নরেন্দ্র মোদি সিন্ধুর উত্তরাধিকারের জন্য যতই চিৎকার করুন না কেন, প্রকৃত উত্তরসূরিরা এখনও পাকিস্তানের মাটিতে আছে। সিন্ধু আমাদের এবং এটি আমাদেরই থাকবে।’
ভারতকে সতর্ক করে তিনি বলেন, হয় পানি, না হয় তোমাদের রক্ত এই নদীতেই প্রবাহিত হবে।
‘ভারত নিজেদের ব্যর্থতা ঢাকতে পাকিস্তানের ওপর দায় চাপাচ্ছে‘ মন্তব্য করে পাকিস্তান পিপলস পার্টির এই চেয়ারম্যান বলেন, কোনো প্রমাণ ছাড়াই, ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে ভারত অবৈধভাবে সেই চুক্তি বাতিল করছে।
এসএ