ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। সম্প্রতি তার টুইটারে একটি পোস্টের পর থেকে সিনেমাকে বিদায় জানানোর গুঞ্জন ছড়িয়ে পড়ে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
বৃহস্পতিবার (১৫ জুন) রাতে কাজল তার টুইটারে ইংরেজিতে একটি লাইন লেখেন।
যার বাংলা অর্থ দাঁড়ায়, যখন আপনি প্রতিশ্রুতিগুলো গুটিয়ে ফেলেছেন এবং এর মধ্যে একটি নিঃশ্বাস ফেলছেন!
মুহূর্তেই ভরে ওঠে পোস্টের কমেন্ট বক্স। ভক্ত, শুভাকাঙ্ক্ষী আর ফিল্ম ইন্ডাস্ট্রির সম্পর্কিত সবাই দুঃখ প্রকাশ করতে শুরু করেন। নেটিজেনদের অনেকে ধরেই নেন, ক্যারিয়ারের কারণে নিজের সংসার, সন্তানকে সময় দিতে না পারায় এমন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।
নিজের ক্যারিয়ার প্রসঙ্গে সংবাদমাধ্যমে শনিবার (১৭ জুন) খোলাখুলিভাবে কথা বলেন অভিনেত্রী । অভিনেত্রী বলেছেন, সবাই এ খবরে এত ভেঙে পড়েছেন দেখে ভালো লাগছে। আপনাদের গভীর ভালোবাসায় আমি সত্যি কৃতজ্ঞ। আমাকে এমন করেই ভালোবাসবেন।
কাজল আরও জানান, ভক্তদের ভালোবাসার কারণে এখনই তিনি সিনেমা থেকে বিদায় নিচ্ছেন না। বরং লম্বা সময় ধরেই কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে একই সঙ্গে তামিলম তেলেগু, হিন্দিসহ অনেক ভাষায় অভিনয় করা গুণী এ অভিনেত্রী।
এসএ/দীপ্ত নিউজ