নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিশু রোকসানা হত্যার ঘটনার মামলায় রায়হান কবির সোহাগ (২৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত।
সোমবার (১ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এর রায় প্রদান করা হয়। রায় শোনানীর সময় আসামী হাজতে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
মৃত্যুদন্ডপ্রাপ্ত রায়হান কবির সোহাগ (২৮) কুমিল্লা জেলার শাসন গাছা গ্রামের সোলায়মান কবির আহমেদের ছেলে।
মামলার ঘটনাসূত্রে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৮ সালের ২৩ জানুয়ারী বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল আরামবাগ এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশু রোকসানা। কোথাও খোঁজাখুঁজি করে না পেয়ে ২৪ জানুুয়ারী সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন শিশুটির বাবা আশরাফুল আলম। পরে ২৬ জানুয়ারী সোনারগায়ের কাইকারটেক ব্রিজের পাশে বস্তাবন্দী এক শিশুর লাশ পাওয়া যায়। যা নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা আছে।
তিনি আরো বলেন, এমন সংবাদের ভিত্তিতে তার স্বজনরা মর্গে এসে শিশুটির লাশ শনাক্ত করেন। পরে অপরহন করে নিয়ে হত্যার পর লাশ গুম করার বিষয়ে অজ্ঞাত নামা আসামী করে নিহত শিশুটির বাবা সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আদালতে আসামী সোহাগ দোষী সাবাস্ত প্রমানিত হওয়ায় তাকে মৃত্যৃদন্ড রায় প্রদান করেন।
গৌতম / আল / দীপ্ত সংবাদ