অস্ট্রেলিয়ার বিখ্যাত স্টেডিয়াম সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) ইতিহাসের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারার নামে একটি ফটক বসানো হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) এসসিজি কর্তৃপক্ষ এই নামকরণের সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) শচীন টেন্ডুলকারের ৫০তম জন্মদিন। এমন এক দিনে ৩০ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭৭ রানের বিখ্যাত ইনিংস খেলেছিলেন ব্রায়ান লারা। ১৯৯১–৯২ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিবীয় কিংবদন্তি লারা খেলেছিলেন সেই বিখ্যাত ইনিংসটি। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে এমন খবর।
এর আগে স্যার ডন ব্র্যাডম্যান, আর্থার মরিস, অ্যালান ডেভিডসনের নাম এই ফটকে বসানো ছিল। তাদের পাশেই বসানো হলো এবার লারা ও শচীনের নাম। এসসিজির এই গেট দিয়েই ম্যাচের আগে প্রবেশ করে স্বাগতিক অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেন, ‘ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকারের নামে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ফটকের নামকরণ খুবই সময়োপযোগী সৌজন্যতা।’
সিডনি ক্রিকেট গ্রাউন্ড কর্তৃপক্ষের এ সৌজন্যতায় সম্মান দেখিয়ে শচীন বলেছেন, ‘সিডনি ক্রিকেট গ্রাউন্ড ভারতের বাইরে আমার সবচেয়ে প্রিয় মাঠ। এই মাঠে আমার বেশ কিছু দুর্দান্ত স্মৃতি আছে। বিশেষ করে ১৯৯১–৯২ মৌসুমে ভারতের হয়ে আমার প্রথম অস্ট্রেলিয়া সফরের স্মৃতি খুব মনে পড়ছে।’
এদিকে লারাও এমন সম্মান পেয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। লারা বলেন, ‘আমি খুবই সম্মানিত বোধ করছি। এই মাঠে ক্রিকেট ক্যারিয়ারে আমার বিশেষ এক স্মৃতি আছে। তাই অস্ট্রেলিয়ায় গেলেই আমি এসসিজিতে যাই।’
এমি/দীপ্ত