ফেনীতে তুচ্ছ ঘটনায় একজন ছাত্রলীগ নেতা প্রসেনজিত ভৌমিক রূপম (২৭) ছুরিকাহত হয়েছেন। তিনি ফেনী পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক। শহরের ডাক্তার পাড়ায় পরিবারের সাথে থাকেন। পৈত্রিক বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের বসন্তপুর।
রবিবার (২৪ ডিসেম্বর) বিকেলে ফেনী শহরের ডাক্তার পাড়ায় নুরুজ্জামান উকিল সড়ক এলাকায় তার তলপেটে ছুরিকাঘাত করা হয়। তাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, তারা একজনকে ছুরিকাঘাত করার ঘটনার কথা শুনেছে। তবে বিস্তারিত জানাতে পারেননি। থানায় কোন অভিযোগ ও করা হয়নি।
আহত রূপমের বন্ধু মো. রিয়াজ জানায়, অতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়েরা রূপমকে ছুরিকাহত করেছে। দুপুরে সিনিয়রদের সামনে জুনিয়রদের সিগারেট খেতে নিষেধ করেছিলেন রূপমের সাথে থাকা অন্য একজন। এনিয়ে একটু কথা কাটাকাটি হয়। তখন তারা চলে যায়। দুপুরের পর আরও কয়েকজনকে সাথে নিয়ে আসে এবং রূপমকে একা পেয়ে ছুরিকাঘাত করে চলে যায়।
ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মদ তপু জানান, তিনি নির্বাচন সংক্রান্ত কাজে শহরের বাইরে রয়েছেন। ঘটনার বিষয়ে খবর নিয়ে জানাবেন।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান জানান, পুলিশ ওই ঘটনা শুনেছেন। তবে কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্তক্রমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
আবদুল্লাহ মামুন / আল/ দীপ্ত সংবাদ