সিএমএসএমই ঋণ এবং ভোক্তা ঋণ সীমার উপর শতকরা এক ভাগ সুপারভিশন চার্জ প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে সংগঠনটির নিজস্ব কার্যালয় এই হুশিয়ারী দেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি বলেন, ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের কাছ থেকে ঋণের বিপরীতে বছরে ৭৫ লাখ টাকা পর্যন্ত কেটে নেয়া অমানবিক। শতকরা ১২.০৫ শতাংশ মূল্য স্ফীতির এই অর্থনীতিতে বাংলাদেশ ব্যাংকের এই ধরনের অন্যায় আচরণ মরার উপর খাঁড়ার ঘা। এ অবস্থা চলতে থাকলে ক্ষুদ্র ও মাঝারি খাতে ব্যবসায়ীদের ঋণ খেলাপি ও ধ্বংসের মুখোমুখি দাঁড় করানো হবে।
হেলাল উদ্দিন আরও জানান, বাংলাদেশ ব্যাংকের এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে সুপারভিশনের নামে কেটে নেয়া টাকা আগামী ১৫ অক্টোবর এর মধ্যে ব্যবসায়ীদের ফেরত দিতে হবে। তা না হলে ব্যবসায়ীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এসএ/দীপ্ত নিউজ