বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫
বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লেখক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চলতি বছরে সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করেছে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। এ বছর সাহিত্যে নোবেল জিতেছেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহরকাই।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলে ৫টার দিকে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

অ্যাপোক্যালিপটিক ভয়ের মাঝেও শিল্পের শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য গভীর ও দূরদর্শী সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূ লাসলো ক্রাসনাহরকাইকে ২০২৫ সালের জন্য সাহিত্যে নোবেল দেয়া হয়েছে।

১৯০১ সাল থেকে সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হয়। সাম্প্রতিক বিজয়ীদের মধ্যে রয়েছেন, অ্যানি এরনো, বব ডিলান, আবদুলরাজাক গুরনাহ, লুইজ গ্লিক, পিটার হান্ডকে, ওলগা তোকারচুক ও হান কাং।

নোবেলজয়ীরা পাবেন একটি মেডেল, একটি সনদ এবং মোট ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৬১ লাখ টাকা)। একাধিক বিজয়ী থাকলে পুরস্কারের অর্থ ভাগ করে দেয়া হবে।

চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি—এই ছয়টি ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর দেয়া হয় নোবেল পুরস্কার। যা বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত। প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।

এবছর ৬ অক্টোবর চিকিৎসাশাস্ত্র, ৭ অক্টোবর পদার্থবিদ্যা, ৮ অক্টোবর রসায়ন এবং ৯ অক্টোবর সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।

চলতি বছর চিকিৎসাবিজ্ঞানে পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য যৌথভাবে নোবেল জিতেছেন যুক্তরাষ্ট্রের মেরি ই. ফ্রাঙ্কো ও ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাকাগুচি। পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জন ক্লার্ক, মিশেল এইচ ডেভোরেট ও জন এম মার্টিনিস। বৈদ্যুতিক বর্তনীর মধ্যে স্থূল কোয়ান্টাম যান্ত্রিক টানেলিং এবং শক্তির কোয়ান্টাইজেশন আবিষ্কারের জন্য নোবেল দেয়া হয়েছে তাদের। রসায়নবিজ্ঞানে নোবেল পেয়েছেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম. ইয়াঘি। ‘মেটালঅর্গানিক ফ্রেমওয়ার্ক’ উন্নয়নের জন্য তাদের নোবেল পুরস্কার দেয়া হয়েছে।

এছাড়া ১০ অক্টোবর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে এবং ১৩ অক্টোবর অর্থনীতিতে পুরস্কারজয়ীর নাম প্রকাশের মাধ্যমে শেষ হবে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More