ছানি অপারেশনে চক্ষু সার্জনদের দক্ষতা উন্নয়নে সহায়ক হিসেবে ঢাকার ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) সিমুলেশন সিস্টেম। আন্তর্জাতিক সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল–এর সহযোগিতায় এই সিস্টেমটি স্থাপন করা হয়, যা সার্জনদের হাতে–কলমে প্রশিক্ষণের নতুন দ্বার খুলে দেবে।
বুধবার (১২ নভেম্বর) সকালে হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে উপদেষ্টা জাহিদা ইস্পাহানি, প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আখতারুজ্জামান এবং অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ যৌথভাবে সিস্টেমটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জাহিদা ইস্পাহানি বলেন, “বহুকাঙ্ক্ষিত এই সিমুলেটর স্থাপন করতে পেরে আমরা আনন্দিত। এটি প্রশিক্ষণ প্রক্রিয়াকে আরও আধুনিক ও কার্যকর করবে এবং ভবিষ্যৎ চক্ষু সার্জনদের হাতে দক্ষতা অর্জনের একটি বড় সুযোগ তৈরি করবে।”
তিনি আরও বলেন, “চক্ষু চিকিৎসা খাতে মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে স্বল্প খরচে সবার জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম আখতারুজ্জামান বলেন, “ভিআর সিমুলেশন প্রশিক্ষণ ছানি অপারেশনের গুণগত মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। এটি সার্জনদের আত্মবিশ্বাস ও দক্ষতা উভয়ই বৃদ্ধি করবে।”
অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ জানান, “ভিআর প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত সার্জনরা অস্ত্রোপচারের প্রতিটি ধাপে আরও দক্ষ হয়ে উঠবেন। পাশাপাশি সাইবারসাইটের অনলাইন কোর্সের সঙ্গে সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।”
বাংলাদেশে এটি তৃতীয় ভিআর সিমুলেটর। এর আগে চট্টগ্রাম আই ইনফার্মারি অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্সে (সিইআইটিসি) প্রথম এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) দ্বিতীয় ইউনিট স্থাপন করা হয়—সবগুলোই অরবিস ইন্টারন্যাশনালের সহায়তায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের কনসালটেন্ট ডা. এএসএম মঈন উদ্দিন, অধ্যাপক সারওয়ার আলম, কমিউনিটি সার্ভিসেস বিভাগের পরিচালক গাজী নজরুল ইসলাম ফয়সাল, অরবিস ইন্টারন্যাশনালের ডিরেক্টর ডা. লুৎফুল হোসেন এবং অ্যাসোসিয়েট ডিরেক্টর ইকবাল হোসেন।