বৈশাখের প্রথম থেকেই তীব্র তাপদাহে পুড়ছে দেশ। এ অবস্থায় সারাদেশে ৩ দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস।
শুক্রবার (১৯ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে– দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আরও তিন অব্যাহত থাকতে পারে। পাশাপাশি তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বাড়তে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে– সারাদেশে হিট আল্যার্ট জারি থাকলেও কিছু স্থানে বৃষ্টি হতে পারে।
উল্লেখ্য, আজ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা এখন পর্যন্ত চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রা। টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়।
এসএ/দীপ্ত সংবাদ