সাধারনত বসন্তকাল থেকেই শুরু হয় গরমের অনুভূতি। তবে সাম্প্রতিক দিনগুলোতে আগের বছরের তুলনায় গরম কিছুটা বেশিই মনে হচ্ছে। রাতে আবার হালকা শীতের অনুভূতিও পাওয়া যাচ্ছে। শুক্রবার (৩ মার্চ) সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা আরও বাড়বে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.১।শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিনদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
এফএম/দীপ্ত সংবাদ