রাজধানীর দুই সিটি করপোরেশনের আওতাধীন সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরে আজ রবিবার (৪ আগস্ট) কর্মী জমায়েত এবং সোমবার (৫ আগস্ট) শোক মিছিল কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।
শনিবার (৩ আগস্ট) রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কর্মসূচি ঘোষণা করেন।
আওয়ামী লীগের দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা করে তিনি জানান, রবিবার (৪ আগস্ট) রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে এবং জেলা ও মহানগরে জমায়েত করা হবে। সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে শোক মিছিল করা হবে।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে কোনো রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না। কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি পূরণ হয়েছে। আন্দোলন এখন তৃতীয়পক্ষের হাতে, যারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। আমরা তাদের অপচেষ্টা সফল হতে দেবো না।’
উল্লেখ্য, এদিকে, আজ সারাদেশে ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এসএ/দীপ্ত সংবাদ