বর্তমান এমপিকে ‘রাতের ভোটের এমপি’ বলায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুবুর রহমান তালুকদারকে দলের সভাপতির পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামী লীগ।
বিষয়টি নিশ্চিত করেছেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।
তিনি বলেন, তাকে বহিস্কারের জন্য উপজেলা আওয়ামী লীগের সুপারিশ ও জেলা আওয়ামী লীগের শোকজসহ সকল কাগজপত্র কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্র থেকে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাকে যেন বহিস্কার করা না হয়। কিন্তু জটিলতা এড়ানোর জন্য জেলা কমিটির মিটিংয়ে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। বর্তমান ১নং সহ–সভাপতি সভাপতির দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, গত ৬ মার্চ উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ছাত্রলীগ কর্মী রুমান বর্তমান এমপি মহিববুর রহমানের একটি ছবি ফেসবুকে ‘মানবতার ফেরীওয়ালা’ লিখে পোস্ট করে। পরে ৯ মার্চ বিকেলে মাহবুবুর রহমান মুঠো ফোনে রুমানকে হুমকি দেন।
এসময় তিনি বলেন, ‘রাতে ভোট হইয়া গেছে, হেই এমপি তোর। আওয়ামী লীগ আমি আর আমার বাপ। অন্যরা রাজাকার।’ মহুর্তের এ অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নড়চড়ে বসে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এফএম/দীপ্ত নিউজ