সাবেক নৌ-বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম‘এর (অব.) দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) নৌ-বাহিনী সদর দপ্তর জামে মসজিদে বাদ জোহর তার নামাজ–ই জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় অংশ নেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ, সেনাবাহিনী, নৌ–বাহিনী ও বিমান বাহিনী প্রধানগণ, প্রাক্তন নৌবাহিনী প্রধানগণসহ সশস্ত্র বাহিনী ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং শোকসন্তপ্ত পরিবার সদস্যবৃন্দ।
জানাজার পর সামরিক রীতিনীতি অনুসারে সরওয়ার জাহান নিজাম‘কে যথাযথ সম্মান দিয়ে বনানী সামরিক কবরস্থানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দাফন সম্পন্ন করা হয়।
নৌ–বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। দাফনকালে প্রথানুযায়ী ফাঁকা গুলি বর্ষণ ও অন্যান্য সামরিক সম্মান প্রদর্শন করা হয়। পরবর্তীতে নৌ–বাহিনী প্রধান সরওয়ার জাহান নিজামের সহধর্মীনীর হাতে বাংলাদেশ নৌ-বাহিনী পতাকা, ক্যাপ, সোর্ড, মেডেল ও ইনসিগনিয়া তুলে দেন।
উল্লেখ্য, ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত নৌ-বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১০ অক্টোবর ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ৭৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
এসএ