বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ–২০২৩ এর ফাইনালে কুয়েতকে টাইব্রেকারে ৫–৪ গোলের ব্যবধানে হারিয়ে নবমবারের মতো সাফ শিরোপা জিতল ভারত। তবে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত রক্ষণ করে সেরা গোলরক্ষকের পুরস্কার জেতেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো।
মঙ্গলবার (৪ জুলাই) ভারতের বেঙ্গালুরুতে শ্রী কান্তারাভা স্টেডিয়ামে ৯০ মিনিটের খেলা ১–১ গোলে ড্র হলে, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে কোনো ফলাফল না আসায় শিরোপা নির্ধারণ হয় টাইব্রেকে। ২০০৯ সালেও ঢাকাতে টাইব্রেকারে মালদ্বীপকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। শেষ বেলায় জয়ের নায়ক হয়ে ওঠেন ভারতের গোলকিপার গুরপ্রীত সিং।
দু‘দলের প্রথম ৫ টি শটেও ৪–৪ ড্র হয়। এরপর সাডেন ডেথে কুয়েতের নেয়া ষষ্ঠ শট আটকে দেন ভারতের গোলরক্ষক। এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নিজেদের দখলে ধরে রাখল ভারত।
এর আগে ৯০ মিনিটের খেলায় প্রথমার্ধেই গোলের দেখা পায় দু‘দল। ম্যাচের ১৪ মিনিটে কুয়েতকে লিড এনে দেন শাবিব আল খালদি। এরপর ৩৮ তম মিনিটে লালিয়ান জুয়ালা ছাংতের গোলে ভারত ম্যাচে ফেরে।
ইমাম/দীপ্ত নিউজ