সম্প্রতি ফেসবুক সান্ডাময়! মরু অঞ্চলের প্রাণী সান্ডা ধরা ও খাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মধ্যপ্রাচ্যে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশীর ভিডিও ভাইরাল হয়েছে। এরপর থেকে এই প্রাণীটি নিয়ে নানা রকম আলোচনা চলছে। তৈরি হচ্ছে মজার মিম, কৌতুক ইত্যাদি।
প্রশ্ন উঠেছে—এই প্রাণীটি খাওয়া কি ইসলামসম্মত? সান্ডা খাওয়া কি হালাল, না হারাম? চলুন জেনে নিই–
সান্ডা কী ধরনের প্রাণী?
সান্ডা মূলত এক প্রজাতির তৃণভোজী গিরগিটি, বৈজ্ঞানিকভাবে যাকে বলা হয় ‘Uromastyx’, আর আরবি ভাষায় এর নাম ‘দাব্ব’ (ضبّ)। এটি আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার মরু ও শুষ্ক অঞ্চলে পাওয়া যায়। এদের শরীর শক্ত, লেজ মোটা ও খাঁজযুক্ত, যা আত্মরক্ষায় ব্যবহার হয়। প্রজাতিভেদে দৈর্ঘ্য হতে পারে ২৫ থেকে ৭৫ সেন্টিমিটার পর্যন্ত।
সান্ডা বালুকাময় অঞ্চলে বসবাসকারী প্রজাতিগুলো সাধারণত ধূসর, বাদামি বা পীতাভ রঙের হয়। এদের কিছু কিছু প্রজাতি রং পরিবর্তন করে আশপাশের পরিবেশে মিশে যেতে পারে– যেমন, কমলা, হলুদ বা সবুজ। এরা সাধারণত তৃণভোজী হয়ে থাকে। মূলত গাছের পাতা, ফুল, শুষ্ক ঘাস, বীজ ইত্যাদি খায়।
সূর্যস্নান করে সান্ডা শরীর গরম রাখে। এরা দিনে সক্রিয় থাকে, রাতে ঘুমায়। খুব বেশি ছুটে বেড়ায় না। সান্ডা ডিম পাড়ে। একটি স্ত্রী ইউরোমাস্টিকস ৬ থেকে ৩০টি ডিম দিতে পারে। ডিম ফুটে বাচ্চা বের হতে সাধারণত ৬ থেকে ১০ সপ্তাহ সময় লাগে।
সান্ডা খাওয়ার ব্যাপারে নবিজি (সা.) কী বলেছিলেন?
হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, খালিদ ইবনু ওয়ালীদ (রা.) যাকে ‘সাইফুল্লাহ্’ বলা হতো তার কাছে বর্ণনা করেছেন যে, তিনি রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর সঙ্গে মাইমুনাহ (রা.)-এর গৃহে প্রবেশ করলেন।
তখন রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর সামনে ভুনা দব্ব বা সান্ডা আনা হলো। রসুল (সা.) অভ্যাস ছিল, কোনো খাদ্যের নাম ও তার বর্ণনা বলে না দেয়া পর্যন্ত তিনি খুব কমই তার প্রতি হাত বাড়াতেন।
তিনি দাব্বের দিকে হাত বাড়ালে মাইমুনাহ (রা.) বাড়িতে উপস্থিত নারীদের মধ্যে একজন বললেন, তোমরা রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর সামনে যা পেশ করছ সে সম্বন্ধে তাকে অবহিত কর।
বলা হল– হে আল্লাহর রসুল! ওটা দাব্ব। এ কথা শুনে রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত উঠিয়ে নিলেন।
খালিদ ইবনু ওয়ালীদ (রা.) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল! দাব্ব খাওয়া কি হারাম?
নবিজি (সা.) বললেন, না। কিন্তু যেহেতু এটি আমাদের এলাকায় নেই। তাই এটি খাওয়া আমি পছন্দ করি না।
খালিদ (রা.) বলেন, আমি সেটি টেনে নিয়ে খেতে থাকলাম। আর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে থাকলেন। (বুখারি: ৫৪০০, ৫৫৩৭; মুসলিম ৩৪/৭, হাঃ ১৯৪৫, ১৭৪৬, আহমাদ ১৬৮১৫; আধুনিক প্রকাশনী– ৪৯৯০, ইসলামিক ফাউন্ডেশন– ৪৮৮৬)
এ হাদিস থেকে বুঝা যায়, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাব্ব খাননি, কিন্তু সাহাবিগণকে খেতে নিষেধও করেননি। ফলে এটা স্পষ্ট যে, এটা হারাম নয়।
এসএ