অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও মুক্তিযুদ্ধের গেরিলা সংগঠক বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ।
শুক্রবার (৩১ মার্চ) বিকেলে রাজধানীর নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।
সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদের আয়োজনে এই বিক্ষোভ মিছিল থেকে মুক্তিযুদ্ধের সময় ঢাকার গেরিলা যোদ্ধা সাদেক হোসেন খোকাকে নিয়ে যুবলীগের সাধারণ সম্পাদকের করা অশোভন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ করা হয়। মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন এলাকা থেকে শুরু হয়ে কাকরাইল-নাইটেঙ্গেল মোড় প্রদক্ষিণ করে আবার বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ শেষে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হাসান নিখিলের একটি কুশপুত্তলিকাও দাহ করা হয়।
এতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আব্দুর রহিম ভূঁইয়া, যুগ্ম-আহবায়ক রমজান কবি নজরুল কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইরফান আহমেদ ফাহিম ভূঁইয়া, তিতুমীর কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আকরাম খান, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম নয়ন, গেন্ডারিয়া থানা যুবদলের সাবেক সদস্য সচিব জনি ভূঁইয়া, সি: যুগ্ম-আহবায়ক জাবেদ হোসেন মুন্নাসহ ছাত্রদল,যুবদল এবং স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
এমি/দীপ্ত