জাতীয় পার্টির নেতা ও সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল রউফকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৬ মে) রাত ৯টায় তাকে সাতক্ষীরা সদরের আলীপুর চেকপোষ্টের নিকটবর্তী সোনালী ফিলিং স্টেশনের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রউফ (৬৮) সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয়রা জানান, আব্দুর রউফ এক সময় বিএনপির রাজনীতি করতেন। ২০০১ সালে চারদলীয় জোট ক্ষমতায় আসায় তিনি ক্ষমতার দাপট দেখিয়েছিলেন। পরবর্তীতে তিনি জেলে যাওয়ার পর জাতীয় পার্টিতে যোগ দেন। বর্তমানে তিনি সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে নেপথ্যে ভূমিকা রাখছিলেন।
সদর থানার পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম জানান, গত বছরের ২ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার কাথণ্ডা বাজারে একটি মসজিদের পাশে নাশকতার পরিকল্পনার অভিযোগে বেশ কয়েকজন বিএনপি–জামায়াত নেতা কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে উপপরিদর্শক ইসমাইল হোসেন বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন(মামলা নং–৭)। এই মামলায় চেয়ারম্যান আব্দুর রউফ সন্দিগ্ধ পলাতক আসামী ছিলেন।
শনিবার রাত ৯টায় তাকে সাতক্ষীরা সদরের আলীপুর চেকপোষ্টের নিকটবর্তী সোনালী ফিলিং স্টেশনের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। রবিবার (৭ মে) সকাল ১১টায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তবে আব্দুর রউফের কাছের লোক বলে পরিচিত রেজাউল ইসলাম জানান, শনিবার রাত আটটার দিকে আব্দুর রউফকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
আফ/দীপ্ত সংবাদ