যাত্রীবাহী বাসের সঙ্গে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোদনদাহ কেরানী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক চালকসহ বাসটি আটক করে পুলিশে সোপর্দ করেছে সাধারণ জনতা।
নিহতরা হলেন, আশাশুনি উপজেলার বলাবাড়িয়া গ্রামের তারক সরকারের ছেলে সুব্রত সরকার বাপ্পি (৩০) ও তার ছেলে পবিত্র সরকার তূর্য (৪)।
ঘাতক বাস চালকের নাম নিজাম উদ্দিন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার উমরাপাড়া গ্রামের মাফু মণ্ডলের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সুব্রত সরকার বাপ্পি তার স্ত্রী শ্যামলী সরকার ও চার বছরের ছেলে তুর্যকে নিয়ে বৃহস্পতিবার দুপুর দুটোর দিকে মটর সাইকেলে আশাশুনি থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কোদনদাহ কেরানী মোড় এলাকায় পৌঁছালে ঘোলা থেকে আশাশুনিগামী ছেড়ে আসা ঢাকা মেট্রো জ ১১–১২৩৮ বাসটির সাথে তার মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাকার তলায় পড়ে ঘটনাস্থলে সুব্রত সরকার বাপ্পি (৩০) ও তার ছেলে পবিত্র সরকার তূর্য (৪) নিহত হয়। তার স্ত্রী শ্যামলী সরকার গুরুতর আহত হয়। খবর পেয়ে আবুল কালাম মোড়লের নেতৃত্বে আশাশুনি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্ত্রী শ্যামলী সরকারকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। পরে জনতা দুর্ঘটনাকবলিত বাস ও চালক নিজাম উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান,
লাশ মর্গে পাঠানো হয়েছে ও ঘাতক বাস চালককে আটক করা হয়েছে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ