সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ভারতীয় দম্পতির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রাইভেটকার চালক।
শনিবার (২৫ নভেম্বর) সকাল সোয়া সাতটার দিকে শহরের ৩৩ বিজিবি ক্যাম্পের সামনে মিলগেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভারতীয় রেল মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশের খুলনা–মংলা রেলপথ নির্মাণ প্রকল্পের ডেপুটি জেনারেল ম্যানেজার ও শিলিগুড়ির বাসিন্দা অসীম কুমার বিশ্বাস (৬০) ও তার স্ত্রী পশ্চিমবঙ্গের করিমপুরের ছবি রানী বিশ্বাস (৪৮)। আহত প্রাইভেট চালক খুলনার ফুলবাড়ি গেট এলাকার আব্দুল হাই এর ছেলে সজীব হোসেন (৩৫)।
খুলনা–মংলা রেললাইন প্রকল্পের যুগ্ম ম্যানেজার বীরেন্দ্রনাথ সাহা জানান, অসীম ও তার স্ত্রী আজ ভোরে ভারতে যাবার জন্য খুলনা থেকে ভোমরা বন্দরের উদ্দেশ্যে রওনা দেন। তাদের প্রাইভেটকারটি মিলগেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেলের ড্রাম বহনকারি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।
তিনি আরও জানান, ঘটনাস্থলেই অসীম ও তার স্ত্রী মারা যান। মারাত্মক আহত অবস্থায় চালক সজীবকে ফায়ার সিভিল ডিফেন্সের সদস্যরা প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।
সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, নিহত ভারতীয় দম্পতির লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেটকার পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ