গভীর রাতে আকস্মিক আগুনে পুড়ে গেছে সাতক্ষীরা পৌরসভা ভবনের একাংশ। বুধবার (৭ জুন) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে পৌরসভার তিনতলার কনফারেন্স রুমে এই আগুনের সূত্রপাত ঘটে। দমকল কর্মীদের একটি ইউনিটের দেড় ঘন্টার প্রচেষ্টায় রাত ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা জানান, রাতে হঠাৎ করে পৌরসভা ভবনে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এরপর ফায়ার সার্ভিসকে তা অবহিত করা হলে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে এর আগেই পুড়ে গেছে সম্মেলন কক্ষটি।
এদিকে আগুনের ঘটনাটিকে নাশকতা বলে দাবি করেছেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। তিনি বলেন, তার এবং পৌরসভার সিইও মোঃ নাজিমুদ্দিনের ওপর আক্রোশের কারণেই একটি পক্ষ আগুন ধরিয়ে দিয়েছে। এ ব্যাপারে তারা অতি শীঘ্রই আইনগত ব্যবস্থা নেবেন। এছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমান এখনই জানানো সম্ভব নয়।
তবে নামপ্রকাশে অনিচ্ছুক সাতক্ষীরা পৌরসভার দু’জন কাউন্সিলর সাংবাদিকদের বলেন, এ পৌরসভার মেয়র তাজকিন আহম্মেদ চিশতি একজন বিএনপি নেতা। তিনি ভারতে চিকিৎসা নিতে যাওয়ার সময় তার নামে একটি নাশকতা মামলা হয়। সেই মামলায় তিনি জেলে যান। পরে উচ্চ আদালত তাকে তার দায়িত্ব ফিরিয়ে দেওয়ার নির্দেশনা দিলে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানসহ একটি গ্রুপ তাকে দায়িত্ব বুঝিয়ে দেয়নি। একপর্যায়ে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য গত মঙ্গলবার উচ্চ আদালত সংশ্লিষ্টদের একটি নির্দেশ দেন।
তারা আরও জানায়, বিষয়টি জানতে পেরে ক্ষমতা নিজেদের দখলে রাখতে তাজকিন আহম্মেদ চিশতিকে নাশকতার মামলার আসামী করতে বুধবার গভীর রাতে পৌরসভার সম্মেলন কক্ষে আগুন লাগিয়ে থাকতে পারে ক্ষমতা দখল করে রাখার পক্ষের ব্যক্তিরা।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ–সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল আলিম জানান, কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। তৃতীয় তলার বেশীরভাগ অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন সম্পূর্নরুপে নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পুড়ে নষ্ট হয়ে গেছে। ঘটনাটি তদন্তে মাঠে নেমেছে পুলিশ।
রঘুনাথ খাঁ/আফ/দীপ্ত নিউজ