পটুয়াখালীতে মাছ শিকারের উদ্দেশ্যে গভীর সাগরে যাওয়া জেলেরা এখনো ফিরেনি ঘাটে। তাই জেলে শূন্য মৎস্য বন্দর আলীপুর ও মহিপুর।
তবে জেলার বিভিন্ন নদীতে মাছ শিকারে যাওয়া জেলেরা ফিরেছেন তীরে। বেশির ভাগ জেলেই ফিরেছে কাংখিত ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে। এতে হাসি ফুটেছে জেলেসহ মৎস্য সংশ্লিষ্টদের মুখে।
এভাবে জেলেদের জালে মাছ ধরা পড়লে পিছনের ধারদেনা কাটিয়ে উঠতে পারবেন বলে জানিয়েছেন জেলেরা।
শনিবার (৪ নভেম্বর) অথবা রবিবার (৫ নভেম্বর) গভীর সাগরে অবস্থান জেলেরা তীরে ফিরতে পারেন বলে জানিয়েছে মৎস্য ব্যবসায়ীরা।
ইলিশের বাঁধাহীন প্রজননের জন্য ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত নদী ও সাগরে মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলো সরকার।
এসএ/দীপ্ত নিউজ