উত্তর সাইপ্রাসে নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ আলী সোহাগ হুজুর (৪০) নামে এক বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সাইপ্রাস সময় সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাইপ্রাসে বাংলাদেশ প্রবাসী ফোরামের সভাপতি ইমাম উদ্দিন।
তিনি জানান, তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সাইপ্রাসে সোহাগ ইউরোকষ্ট কোম্পানিতে পাইপ ফিটারের কাজ করতেন। ঘটনার সময় বহুতল ভবনে কাজ করার সময় পা পিছলে নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। সাইপ্রাসের বাংলাদেশ প্রবাসী ফোরামের উদ্যোগে নিহতের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
পরিবার সূত্রে জানা যায়, সোহাগ দেশে থাকাকালীন আকরাম আলী মিয়াজী বাড়ি জামে মসজিদে ইমামতি করতেন। পরবর্তীতে তিনি বিদেশে পাড়ি জমান। সাইপ্রাসে যাওয়ার কিছুদিন পূর্বে বিয়ে করেছেন। গত রাতে পরিবারের সাথে তার শেষবারের মতো কথা হয়।
উল্লেখ্য, সোহাগ সোনাগাজী উপজেলার মধ্যম চর ছান্দিয়া গ্রামের আক্রাম আলী হাজী বাড়ির রফিকুল ইসলামের বড় ছেলে। তার মৃত্যুতে খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেয়ে এসেছে।
মামুন/এসএ/দীপ্ত নিউজ