নওগাঁর মহাদেবপুর উপজেলায় সাংবাদিকের ওপর হামলার ৩ বছর পর মূলহোতা এমরান আলী শামীমকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।আটকের পর মঙ্গলবার (৯ মে) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
মঙ্গলবার সকালে নওগাঁ সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া কলেজপাড়ায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার এমরান আলী শামীম (৩২) ওই মহল্লার আমজাদ হোসেনের ছেলে।
জানা গেছে, বদলগাছী উপজেলার দৈনিক করতোয়া পত্রিকার সাংবাদিক এমদাদুল হক। তিনি ওই পত্রিকার পাশাপাশি দৈনিক কালের কণ্ঠ পত্রিকার জেলার মহাদেবপুর উপজেলার দায়িত্বপালন করতেন। ২০১৯ সালের ২৪ আগস্ট মহাদেবপুর থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে দুপুর ১২টার দিকে উপজেলার সারাসন মোড়ে দুটি মোটরসাইকেল যোগে পাঁচজন পথরোধ করে জানতে চান তিনি সাংবাদিক কি–না। নাম–পরিচয় নিশ্চিত হওয়ার পর তার ওপর হামলা করা হয়। রডের আঘাতে সাংবাদিকের ডান হাত ভেঙে যায়। গ্রামবাসী ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যান।
মোবাইল ফোনের সূত্র ধরে মেহেদী হাসান সাজুর নাম উল্লেখ করে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। আদালত মামলাটি তদন্তভার দেন পিবিআইয়ের ওপর। দীর্ঘ তদন্তে তিন বছর আট মাস পর এমরান আলী শামীমকে গ্রেফতারের জেলহাজতে পাঠানো হয়।
পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা উপ–পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার মূলহোতা ছিলেন এমরান আলী শামীম। তথ্য প্রমাণ সাপেক্ষে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমি/দীপ্ত সংবাদ