মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু খ্যাতনামা সাংবাদিক মার্ক টালি আর নেই।
রবিবার (২৫ জানুয়ারি) ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৯০ বছর।
১৯৭১ সালে বাঙালির পাশে এসে দাঁড়িয়েছিলেন মার্ক টালি। তিনি তখন ছিলেন বিবিসি দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা। সীমান্তবর্তী শরণার্থীশিবির ও বিভিন্ন জেলা ঘুরে তিনি বাঙালিদের প্রকৃত দুর্দশার চিত্র আর যুদ্ধের খবর পাঠান। মার্ক টালি পাঠানো খবর বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রেখেছিল।
বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে বাংলাদেশ সরকার। মার্ক টালি‘কে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে।
১৯৩৫ সালের ২৪ অক্টোবর ভারতের কলকাতা রাজ্যের টালিগঞ্জ জন্মগ্রহণ করেন যুক্তরাজ্যের নাগরিক মার্ক টালি। শৈশব কলকাতায় কাটলেও ৯ বছর বয়সে ইংল্যান্ডে ফিরে যান তিনি। স্কুল–কলেজে পড়াশোনা করেন সেখানেই। শুরুতে সেনাবাহিনী যোগ দিয়েছিলেন মার্ক টালি। কিন্তু ভালো না লাগায় তা ছেড়ে দিয়ে ভর্তি হন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।
১৯৬৪ সালে বিবিসি যোগ দেন মার্ক টালি। ১৯৬৫ সালে দিল্লি দায়িত্ব নিয়ে আসেন। ১৯৯৪ সালে বিবিসি থেকে অবসর নেওয়ার আগে ২০ বছর তিনি দিল্লিতে বিবিসি ব্যুরোপ্রধান হিসাবে দায়িত্বে ছিলেন।
টালি ভারত সম্পর্কে বেশ কয়েকটি বই লিখেছেন। যার মধ্যে— ‘নো ফুল স্টপস ইন ইন্ডিয়া’, ‘ইন্ডিয়া ইন স্লো মোশন’ এবং ‘দ্য হার্ট অফ ইন্ডিয়া’।
বিবিসি থেকে অবসর গ্রহণের পর টালি স্থায়ীভাবে ভারত বসবাস শুরু করেন। তবে স্ত্রী মার্গারট ও ৪ সন্তান লন্ডন থাকতেন।
এসএ