সংবাদমাধ্যম যুগান্তর অনলাইন বিভাগের ইনচার্জ আতাউর রহমানের বাবা জাহাঙ্গীর হোসেন মাতব্বরের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
শনিবার (২৫ মে) সন্ধ্যায় পূবাইল মেট্রো থানায় এ মামলা দায়ের হয়েছে।
মামলায় বাদী হয়েছেন ভুক্তভোগীর ছেলে আতাউর রহমান এবং আসামি করা হয়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের।
গত ৮ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহানগরীর পূবাইল থানাধীন ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদের মুজিবুর মার্কেট থেকে মোটরসাইকেলযোগ বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর হোসেন। পথিমধ্যে দুর্বৃত্তরা পথরোধ করে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। একপর্যায়ে তার আত্বচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারী দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনার সংবাদ পেয়ে পূবাইল থানা পুলিশ, ডিবি পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) গাজীপুরের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
এ বিষয়ে আতাউর রহমান বলেন, হামলার শিকার হয়ে বাবা মৃত্যুশয্যায় এতোদিন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাবাকে ফিরে পাওয়াই আমাদের প্রধান চাওয়া ছিল। বাবাকে বাসায় নেওয়ার পর আইনি প্রক্রিয়ায় এগিয়েছি। আমার বাবার ওপর যে বা যারা হত্যার উদ্দেশে হামলা করেছে তাদের গ্রেপ্তার ও সঠিক বিচার চাই। আমরা আশা করব পুলিশ, ডিবি, পিবিআই, র্যাবসহ আইনশৃংখলা বাহিনী আন্তরিক হয়ে নৃশংস এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে সঠিক ব্যবস্থা নেবে।
এ বিষয়ে পূবাইল থানার ওসি কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে জাহাঙ্গীর হোসেন মাতবরের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা ঘটনাটি নিয়ে কাজ করছি।
গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার মাকছুদুর রহমান জানান, আমরা ঘটনাটির ছায়া তদন্ত করছি। আশা করি একটা পজেটিভ রেজাল্ট শিগগিরই বেরিয়ে আসবে।
এসএ/দীপ্ত সংবাদ