সন্ত্রাস ও সহিংসতার সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই দাবি করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, কোটা নিয়ে আর কোনও আন্দোলন নয়।
শনিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৪টায় এক সংবাদ সম্মেলন সাংবাদিকদের এ তথ্য জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী সুজয় শুভ।
লিখিত বক্তব্যে বলা হয়েছে, আমরা কারও অসৎ উদ্দেশ্য সাধনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে চায়নি। কোটা সংস্কারের দাবির প্রেক্ষিতে আদালতের মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে এবং প্রজ্ঞাপনও জারি হয়েছে। এতে শিক্ষার্থীদের দাবির প্রতিফলন ঘটেছে।
এ সময় অনতিবিলম্বে হল খুলে দেয়া, বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সাধারণ জনগণকে কোনো ধরনের মামলা বা হয়রানি না করা, শিক্ষার্থীদের বর্তমান এবং স্থায়ী ঠিকানায় আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক কোনো ধরনের হয়রানি না করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান আল আমিন, ভুমিকা সরকার, সারমিলা জামান সেতু।
মর্তুজা জুয়েল/ সুপ্তি/ এজে/ দীপ্ত সংবাদ