বিজ্ঞাপন
শুক্রবার, আগস্ট ১, ২০২৫
শুক্রবার, আগস্ট ১, ২০২৫

সর্মথকদের কারণে আর্থিক জরিমানায় পিএসজি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতে বিপাকে প্যারিস সেইন্ট জার্মেই। সমর্থকদের অসদাচরণ ও বিশৃঙ্খলার জন্য এবার মোটা অঙ্কের আর্থিক জরিমানা করলো উয়েফা। ফরাসি ক্লাবটির বিপক্ষে ৬ অভিযোগের ভিত্তিতে এক লাখ ৪৮ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। শুধু তাই নয়, আগামী দুই বছরের মধ্যে একটি অ্যাওয়ে ম্যাচে নিজেদের দর্শদের কাছে টিকিটও বিক্রি করতে পারবে না ফরাসিরা।

গেলো মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়েছে পিএসজি। ঘরোয়া ট্রেবল ছাড়াও লুইস এনরিকের শিষ্যরা নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে। ফাইনালে সমর্থকদের লাগামহীন উদযাপনের কারণে শাস্তি পেয়েছে ফরাসি ক্লাবটি।

গত ৩১ মে জার্মানির মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলানকে ৫০ গোলে উড়িয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতে ফরাসিরা। ম্যাচের শেষ বাঁশি বাজার পর হাজারো সমর্থক, গোলপোস্টের পেছন দিয়ে মাঠে ঢুকে পড়েন। সমর্থকদের ভিড়ে মাঠে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। আতশবাজি পোড়ানো, বিভিন্ন জিনিসপত্র নিক্ষেপ, সম্পত্তি নষ্ট করা এবং অশালীন বার্তা প্রদর্শনের মতো ঘটনাগুলো, উয়েফার নজরে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় নিরাপত্তাকর্মীদের।

সমর্থকদের সেসব অসদাচরণের খেসারত দিতে হচ্ছে পিএসজিকে। উয়েফার ডিসিপ্লিনারি প্যানেল তাদের বিরুদ্ধে ছয়টি অভিযোগ আনে। এর মধ্যে রয়েছে, ‘এমন বার্তা দেওয়া, যা ক্রীড়া ইভেন্টের সঙ্গে মানানসই নয়এবং উয়েফাকে অসম্মান প্রদর্শন। ফাইনাল ম্যাচ শেষে টার্ফের কিছু অংশ তুলে নেওয়ার পাশাপাশি উয়েফা মাফিয়াব্যানারও প্রদর্শন করেছিলো পিএসজি ভক্তরা।

এক বিবৃতিতে পিএসজির শাস্তির ঘোষণা দেয় ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সমর্থকদের মাঠে প্রবেশ এবং আতশবাজি ব্যবহারের অভিযোগে ক্লাবটিকে এক লাখ ৪৮ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।

যার মধ্যে এক লাখ ইউরো জরিমানা করা হয়েছে মাঠে দর্শক অনুপ্রবেশ ও আতশবাজি পোড়ানোর জন্য। ত্রিশ হাজার ইউরো জরিমানা গুনতে হবে মাঠের ভেতর বোতলসহ অন্যান্য পদার্থ ছুড়ে মারার কারণে। এছাড়াও, দশ হাজার ইউরো ক্ষতিপূরণ দিতে হবে উয়েফাকে উদ্দেশ্য করে ইঙ্গিতপূর্ণ ব্যানার প্রদর্শনের জন্য। আট হাজার ইউরো গুনতে হবে মাঠের ঘাস ও স্টেডিয়ামের সম্পত্তি ক্ষতিগ্রস্থ করার কারণে।

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মাধ্যমে পিএসজি প্রাইজমানি হিসেবে উয়েফার কাছ থেকে ১৪০ মিলিয়ন ইউরো পেয়েছে। নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য পাওয়া ফরাসিদের জন্য হয়তো এই জরিমানা কিছুই নয়। তবে ফ্রান্সের বাইরে অবশ্যই বড় মঞ্চে দর্শকদের আচরণ নিয়ন্ত্রণের তাগিদ তৈরি হতে পারে।

শুধু আর্থিক জরিমানা পরিশোধ করলেই যে শাস্তিমুক্ত হতে পারে ফরাসি জায়ান্টরা তা কিন্তু নয়। আগামী দুই বছরের মধ্যে উয়েফার প্রতিযোগিতায় পিএসজির একটি অ্যাওয়ে ম্যাচের জন্য টিকেট বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

হাসিব/আল

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More