উত্তরের জেলা পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্য প্রবাহ। সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়, তেতুঁলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
গত তিন দিন ধরে ওই অঞ্চলের তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রির মধ্যে রয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, চলতি মাসে ওই অঞ্চলের উপর দিয়ে আরও একটি মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।
কুড়িগ্রামেও চলছে শীতের দাপট। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন শ্রমজীবীরা। সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া সকালে দিনাজপুরে সর্বনিম্ম তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি এবং নওগাঁর ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
আরও পড়ুন: দিনাজপুরে জেঁকে বসছে শীত, বিপাকে কৃষক
আল/ দীপ্ত সংবাদ