সরিষার চাষ বাড়ায় ফেনী সদরে বেড়েছে বাক্সে মৌ চাষির সংখ্যা। ব্যাংক ঋণ পেলে মৌ–চাষ আরো বাড়বে বলে মনে করছেন চাষিরা।
ফেনী সদরে এবার ৩ হাজার ৪৯৪ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। কালিদহ উপজেলায় সরিষা ক্ষেতের পাশে সাড়ি সাড়ি মৌ বাক্সে ঝাঁকে ঝাঁকে মৌমাছি। সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করছে চাষীরা। কৃষি বিভাগের সহায়তায় ৪ বছর ধরে সরিষা ক্ষেতের পাশে বাক্স বসিয়ে অর্গানিক মধু আহরন করছেন চাষিরা। ফেনী সদরের মেজবাহ উদ্দিন শামীমের বর্তমানে মৌ–বাক্সের সংখ্যা একশো। মেজবাহের মতো সরিষা ক্ষেতে মধু চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই। চাষ শুরুর দেড়মাসের মধ্যে একটি বাক্স থেকে প্রায় ৫ থেকে ৬ লিটার মধু পাওয়া যায়।
মৌ–চাষে পরাগায়ন ভালো হওয়ায় সরিষার ফলন বাড়ছে বলে জানান উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু তৈয়ব।