ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়াকে পদ থেকে সরানো হয়েছে। তিনি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং একইসঙ্গে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্বও সামলাচ্ছিলেন।
বুধবার (২৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, শাহজাহান মিয়াকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। তবে তাকে কেন সরানো হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
এর আগে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব থাকা অবস্থায় তাকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়। পরদিনই তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পান।
পরে গত ১৮ মে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শাহজাহান মিয়াকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের পদেও নিয়োগ দেয়া হয়।
 
  দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক 
  
  
 