সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
সোমবার, নভেম্বর ১৭, ২০২৫

সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বাগেরহাটে লিফলেট বিতারন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বাগেরহাটে লিফলেট বিতারন করেছে জেলা তাঁতীলীগের নেতৃবৃন্দ।

রবিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট কোটচত্বর ও বাসস্ট্যান্ডসহ পৌরসভার বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতারন করা হয়।

এসময় বাগেরহাট২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এর পক্ষ থেকে বাগেরহাট২ আসনের বিভিন্ন এলাকার উন্নয়ন ও চলমান উন্নয়ন প্রকল্পেরও চিত্র তুলে ধরেন জেলা তাঁতীলীগের সভাপতি তালুকদার আব্দুল বাকী।

লিফলেট বিতারনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক ফকির ইফতেখারুল ইসলাম রানা, পৌর তাঁতীলীগের সভাপতি লিটু দাস, তাঁতীলীগ নেতা জাহাঙ্গির আলম মিঠু, সজিব শিকদার, মোঃ মানিকসহ প্রমুখ।

লিফলেট বিতারন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা তাঁতীলীগের সভাপতি তালুকদার আব্দুল বাকী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল, খুলনামোংলা রেললাইনসহ বিভিন্ন উন্নয়ন করা হয়েছে। অনেক মেগা প্রকল্প এখনও চলমান রয়েছে। কিন্তু বিএনপিজামায়াত শিবির গুজব ও প্রপাগান্ডার মাধ্যমে দেশের জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি তাদেরকে বলতে চাই, গুজব ছড়িয়ে কোন লাভ হবে না। আগামী নির্বাচনে দেশের জনগন আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনবে এবং এসব গুজবের জবাব দিবে।

 

মামুন আহমেদ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More