দেশের ভ্রমণ পিপাসু মানুষগুলো যেকোনো সরকারি ছুটি বা উৎসবে কর্মব্যস্ততা থেকে হাফছেড়ে বাঁচতে ও নিজের সঙ্গে সময় কাটাতে দেশের বিভিন্ন পর্যটন এলাকাগুলোতে ভ্রমণে যান। প্রকৃতি আর নয়ানাভিরাম দৃশ্যে নিজেকে হারিয়ে ফেলেন। এ জন্য টানা ছুটিতে পর্যটকের ঢল নামে ওই এলাকাগুলোতে।
পবিত্র ঈদ–ই–মিলাদুন্নবী এবং শুক্র–শনিবারের সরকারি ছুটি মিলিয়ে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের ছুটি। আর এই ছুটি উপভোগ করতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নেমেছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউবন, গঙ্গামতির চর ও বৌদ্ধ বিহার সহ সর্বত্র এখন পর্যটকদের আনাগোনা। আগত পর্যটকরা বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই সমুদ্রের নোনা জলে উন্মদনায় মেতেছেন। কেউবা ঘুরছেন ঘোড়া কিংবা ওয়াটার বাইকে। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন সমুদ্রের তীরের আছড়ে পড়া বড় বড় ঢেউ।
এ দিকে বর্তমানে সৈকতে বিরাজ করছে উৎসবের আমেজ। আগতদের ভীড়ে বুকিং রয়েছে কুয়াকাটার শতাধিক হোটেল মোটেল। বিক্রি বড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। আগত পর্যটকের নিরাপত্তায় বিভিন্ন পর্যটন স্পটে মোতায়েন রয়েছে অতিরিক্ত ট্যুরিষ্ট পুলিশ।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ