দেশের ১০টি জেলা ও ২০টি উপজেলার সরকারি হাসপাতালে আজ থেকে ভিজিট নিয়ে রোগী দেখবেন চিকিৎসকরা। বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে অনলাইনে যুক্ত হয়ে সরকারি হাসপাতালে প্রাতিষ্ঠানিক প্র্যাকটিসের উদ্বোধনকালে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাইলটিং হিসেবে প্রাথমিকভাবে দেশের ১২টি জেলা এবং ৩৯ টি উপজেলায় এই প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস শুরু করবেন চিকিৎসকরা। জেলাগুলো হলো– মানিকগঞ্জ, কুড়িগ্রাম, ভোলা, বরগুনা, বরিশাল, সুনামগঞ্জ, মৌলভীবাজার, শেরপুর, জামালপুর, ফরিদপুর, গোপালগঞ্জ এবং শরিয়তপুর।
তিনি বলেন, হাসপাতালের ডিউটি শেষে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একজন চিকিৎসক সপ্তাহে দুইদিন রোগী দেখবেন। প্রত্যেক চিকিৎসকের সঙ্গে দুজন করে সহযোগী থাকবেন। এ সময় রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষার ব্যবস্থাও থাকবে। এরজন্যও বৈকালিক ফি নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এরমধ্যে অধ্যাপক ৫০০ টাকা, সহযোগী অধ্যাপক ৪০০, সহকারী অধ্যাপক ৩০০ এবং অন্য চিকিৎসকরা ২০০ টাকা করে ফি পাবেন। এই ফি এর একটি অংশ পাবেন চিকিৎসকের সহযোগিরা।
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলার সরকারি হাসপাতালে এই ব্যবস্থা চালু করা হবে।
আফ/দীপ্ত সংবাদ