আজ সাপ্তাহিক ছুটির দিন। তবে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটির মধ্যে ২ দিন নির্বাহী আদেশে ছুটি থাকায় ১৭ ও ২৪ মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
ফলে আজ শনিবার (২৪ মে) সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও খোলা থাকছে সরকারি–বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান। এর আগে গত শনিবার (১৭ মে) অফিস চলমান ছিল।
এদিন দেশের সব ব্যাংক ও শেয়ার বাজার খোলা থাকবে। ব্যাংকে স্বাভাবিক সব ধরনের লেনদেন করতে পারবেন গ্রাহকরা। লেনদেন শুরু হবে সকাল ১০টায়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। একইভাবে চালু থাকবে সরকারি অফিস। এছাড়াও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগসহ অধস্তন সব আদালতে এ দিন দাপ্তরিক ও বিচারকাজ চলবে।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টানা ১০ দিনের ছুটি কার্যকর হবে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। এ দীর্ঘ ছুটির সমন্বয় করতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ৬ মে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ঈদের আগে দুটি শনিবার ১৭ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে। এরই অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেয়।
পরবর্তীতে, ৭ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দি ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনস’–এর জনপ্রশাসন মন্ত্রণালয় অংশের ৩৭ নম্বর ক্রমিক অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এর প্রেক্ষিতে কর্মদিবসের ক্ষতিপূরণ হিসেবে ১৭ মে এবং ২৪ মে, দু’টি শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই ছুটিকালীন সময়ে সকল সরকারি, আধা–সরকারি, স্বায়ত্তশাসিত, আধা–স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে ১৭ ও ২৪ মে—এই দুই শনিবার অফিস খোলা থাকবে এবং স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
এসএ