সরকার অনেক বেশি ভীত, তাই ‘তলে তলে আপস হয়ে গেছে’ বলে মিথ্যা বলছে— এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৪ অক্টোবর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সরকার পতনের এক দফা দাবিতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত পেশাজীবী কনভেনশনে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘‘ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা, আমাদের বাতি ঘর। তিনি ৯ বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করছেন, আপোষ করেননি। তারপরও এখনো এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছেন। আজকে তিনি মৃত্যুশয্যায় বলা যেতে পারে। তিনি লড়াই করছেন মৃত্যুর সঙ্গে।”
‘‘ সেখানেও তিনি পরিস্কার করে বলে দিয়েছেন যে, গণতন্ত্রের প্রশ্নের কোনো আপোষ নেই। কোনো শর্তে মেনে নিয়ে আমি কোথাও যাবো না। ততকালীন বেইআইনি সরকারের লোকেরা(১/১১) বলেছিলো বিদেশে চলে যাও… তিনি বলেছেন এই দেশ ছাড়া কোথাও আমার জায়গা নেই। তখন কিন্তু অন্যরা(শেখ হাসিনা) বিদেশে চলে গিয়েছিলেন… তাই না’?।”
আইন মন্ত্রী আনিসুল হকের সংবাদ সম্মেলনের দেয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘‘ সেখানে তিনি(আইন মন্ত্রী) বলেছেন, আমি নাকী ভুল বলেছি, মিথ্যাচার করেছি। এ্খানে আইনজীবীরা আছেন… ৪০১ ধারায় পরিস্কার করে বলা আছে, সরকার সরকার সরকার।”
‘‘ তার(সরকার) ক্ষমতা আছে শাস্তি মওকুফ করে দেয়ার, মাফ করে দেয়ার, তার ক্ষমতা আছে সাময়িকভাবে স্থগিত করার, তার ক্ষমতা আছে দন্ডকে মাফ করে দিয়ে তাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেয়া। অথচ বেমালুম বলে যাচ্ছে…. কোনো সুযোগ নাই…. তাকে কারাগারে গিয়ে আবেদন করতে হবে। এই ধরনের কথা–বার্তা বলা মানে হচ্ছে, আপনাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশনেত্রী খালেদা জিয়াকে আপনারা হত্যা করতে চান। সেজন্য আজকে এই ধরনের কথা বলছেন।”
লন্ডনে এক নাগরিক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে যেসব বক্তব্য রেখেছেন তার জন্য ‘জনগন নিকৃষ্টতম ধিক্কার ও নিন্দা জানাচ্ছে’ বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেছেন, পদত্যাগ করে নিরপেক্ষ সরকার আগে করতে হবে, তারপর নির্বাচন নিয়ে কথা বলতে হবে। তার আগে কোনো নির্বাচন নয় বলে সরকারকে হুঁশিয়ার করেন তিনি।
সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যা করতে চায়, এজন্য উন্নত চিকিৎসা নিয়ে এসব করছে। গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস করবেন না খালেদা জিয়া। কোনো শর্ত সাপেক্ষে বিদেশ যাবেন না।
সানজিদা প্লাবনী/ মোরশেদ আলম/দীপ্ত নিউজ