শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

সম্ভাব্য নৌকার মনোনয়ন প্রত্যাশীদের পদচারনায় মুখর নওগাঁ-৬ আসন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জাতীয় সংসদের ৫১ নম্বর নির্বাচনী এলাকা হচ্ছে নওগাঁ-৬ আসনটি। জেলার রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত এই আসনটি। একসময় এই অঞ্চলটি সর্বহারা ও জেএমবিদের সন্ত্রাসী কর্মকান্ডের কারণে সারা বিশ্বের কাছে রক্তাক্ত জনপদ হিসেবে পরিচিত পায়। 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি ধরে রাখার চেষ্টায় আ’লীগ থাকলেও দলীয় বিভক্তি বাধা হয়ে দাড়িয়েছে বলে মনে করছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। অপরদিকে দলের সিদ্ধান্তের দিকে চেয়ে আছে বিএনপি। এছাড়া জাতীয় পার্টির (এরশাদ) মনোনয়ন প্রত্যাশীরা মাঠে সরব রয়েছে।


বর্তমান সাংসদ আনোয়ার হোসেন হেলাল বলেন, আমি উপ-নির্বাচনে নির্বাচিত হওয়ার পর থেকেই  দুই উপজেলার বিভিন্ন সড়কের মোড়ে অবস্থিত নামে-বেনামে বিভিন্ন সমিতির নামে যানবাহন থেকে চাঁদা আদায়ের কার্যক্রম বন্ধ করেছি। বিভিন্ন এলাকার আতিনেতা-পাতিনেতাদের দৌরাত্ম বন্ধ করেছি। এমন কর্মকান্ড থেকে আমি শতভাগ আশাবাদি যে এবার মাননীয় নেত্রী আমাকেই নৌকার মাঝি হিসেবে চু’ড়ান্ত করবেন।

সাবেক এমপি ইসরাফিল আলমের স্ত্রী ও জেলা আ’লীগের সহ-সভাপতি সুলতানা পারভীন বিউটি বলেন, এই অঞ্চলের মানুষের ভালোবাসার নাম ছিল ইসরাফিল আলম। বর্তমান এমপি জনবিচ্ছিন্ন এক এমপি। তাই প্রধানমন্ত্রী যদি তৃণমূলের মতামতের ভিত্তিতে আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি এমপি নির্বাচিত হয়ে আমার স্বামীর রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু বলেন, আমি এই অঞ্চলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। তাই এ অঞ্চলের প্রায় প্রতিটি বাড়ির মানুষরা আমাকে ভালো করে চিনেন ও জানেন। দলের দু:সময় থেকে এখন পর্যন্ত এই আসনে বিএনপির হাল ধরে আছি। তাই দাবী আদায়ের পর যদি দল নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আমিই ধানের শীষ প্রতিক পাব বলে শতভাগ আশাবাদি।

কেন্দ্রীয় জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো: এছাহক আলী বলেন, এই আসনটি পুনরুদ্ধারের ক্ষেত্রে আমাকে মনোনয়ন দেয়ার কোন বিকল্প নেই। আমি রাণীনগরের সন্তান। দলের প্রতিটি সংগ্রাম ও আন্দোলনে তৃণমূল থেকে শুরু করে সকল পর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত রাখতে বছরের পর বছর শ্রম দিয়ে আসছি। তাই প্রতিটি বিএনপি সমর্থিত মানুষের কাছে আমি একটি পরিচিত মুখ।

এছাড়া জাতীয় পার্টি (এরশাদ) থেকে রাণীনগর উপজেলার সভাপতি আব্দুস সালাম দলীয় প্রার্থী হতে পারেন। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টি, ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামী দল থেকেও অনেকেই মনোনয়ন চাইতে পারেন বলে শোনা যাচ্ছে।

নওগাঁ-৬ আসনের রাণীনগর উপজেলায় মোট ভোটকেন্দ্র ৫৪টি। পুরুষ ভোটার ৮০৪৯৮জন এবং মহিলা ভোটার ৭৯১২২জন। আত্রাই উপজেলায় মোট ভোটকেন্দ্র ৬০টি। পুরুষ ভোটার ৮৪৮১৮জন ও মহিলা ভোটার ৮২৭৯৫জন এবং হিজড়া ভোটার দুইজন।

আব্দুর রউফ রিপন/শায়লা/দীপ্ত নিউজ 

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More