গাইবান্ধায় সমতল ভূমিতে কমলা চাষে সফলতা পেয়েছেন আব্দুল হালিম নামে এক যুবক। তার সাফল্য স্থানীয়দের মাঝে বেশ আগ্রহ তৈরি করেছে।
গোবিন্দগঞ্জ উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে, শাখাহার ইউনিয়নের বাল্যা গ্রামে ঢুকতেই চোখে পড়বে এই কমলা বাগান। ৪ বছর আগে ইউটিউবে কমলার চাষ দেখে আগ্রহী হন তিনি। ৩ বিঘা জমিতে দুইশ কমলা গাছ দিয়ে শুরু করেন। ৩ বছরেই গাছে ফলন আসতে শুরু করে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।
কমলা সাধারণত পাহাড়ি ফল হলেও, বর্তমানে সমতলেও এর ব্যাপক উৎপাদন হচ্ছে। হালিমের এই কমলা বাগান, স্থানীয়দের মাঝে বেশ আগ্রহ তৈরি করেছে।
গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রেজা–ই–মাহমুদ জানান, কমলা চাষে প্রয়োজনীয় পরামর্শ ছাড়াও, বাজারজাত করণে সহায়তা দেয়া হচ্ছে
হালিমের বাগানে বারি–২, চায়না–থ্রি ও দার্জিলিং জাতের কমলা রয়েছে।
এসএ/দীপ্ত নিউজ