সব দলের আস্থা অর্জন করে, তাদেরকে ভোটে নিয়ে আসাই নির্বাচন কমিশনের মূল কাজ, এমনটিই বললেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা। বলেন- নির্বাচন অংশগ্রহণমূলক না হলে, এর কোনো অর্থ নেই। আজ এক আলোচনায় এসব কথা বলেন তিনি।
দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের হলফনামার তথ্য সংবলিত দুটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষ্যে বুধবার রাজধানীতে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বক্তারা বলেন, প্রার্থীরা হলফনামায় বেশ কিছু তথ্য দিলেও, নির্বাচন কমিশন তা পর্যালোচনা এবং প্রকাশ করে না। এমনকি কেউ মিথ্যা তথ্য দিলেও নেওয়া হয় না ব্যবস্থা।
নির্বাচনে উৎসবমুখর পরিবেশ এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করা কমিশনের মূল কাজ বলে মনে করেন সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন- সাংবিধানিক ক্ষমতা সঠিকভাবে চর্চা করলে, রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনে সক্ষম হবে নির্বাচন কমিশন।