প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব ক্ষেত্রে নারীরা যেন সমান অধিকার পায় সে ব্যবস্থা করেছে সরকার। নারীরা এখন গ্রামে বসেই কাজ ও উপার্জন করতে পারবে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডিতে নবনির্মিত জয়িতা টাওয়ারের উদ্বোধন উপলক্ষ্যে গণভবনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এর আগে, জয়িতা টাওয়ারের উদ্বোধনী ফলক উন্মোচন, জয়িতা টাওয়ারে স্থাপিত জামদানি গ্যালারি ও জয়িতা মার্কেট প্লেস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জয়িতা টাওয়ারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
এ ভবনে নারী উদ্যোক্তাদের জ্ঞান, দক্ষতা ও ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণের জন্য ভৌত অবকাঠামোগত সুবিধাদি রাখা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের ১ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে টাওয়ার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এক বিঘা জমির ওপর ১৬৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ১২তলা বিশিষ্ট এই টাওয়ার।
আল/ দীপ্ত সংবাদ